সংবাদ শিরোনাম ::
হিলি স্থলবন্দরে পাইকাড়িতে বাড়ল পেঁয়াজের দাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে
আমদানি কমের অজুহাতে একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকাড়িতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭ থেকে ৩২টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৩ থেকে ৩৫টাকা বিক্রি হচ্ছে।
পেঁয়াজ আমদানিকারকরা জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে প্রচুর পরিমানে পেঁয়াজ আমদানি করছিলেন আমদানিকারকরা।
কিন্তু দেশের বাজারে পণ্যটির চাহিদা না থাকা এবং অতিরিক্ত গরম ও বৃষ্টির কারনে পেঁয়াজের মান খারাপ হওয়ায় কম দামে বিক্রি করে লোকশানে পড়েছিলেন আমদানিকারকরা।
এছাড়া ভারতের নাসিক অঞ্চলে বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সেখানেই দাম কিছুটা বাড়তি। সে কারণে পেঁয়াজের আমদানি খানিকটা কমিয়ে দেয়ায় পণ্যটির দাম কিছুটা বাড়তি ।