সাগর-রুনির মামলার প্রতিবেদন দাখিলের দিন আজ
- আপডেট সময় : ০৬:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৭ আগস্ট ২০২৩: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর পেরিয়েছে সাড়ে ১১ বছর। নৃশংস এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এরপর শত শত ৪৮ ঘণ্টা পেরিয়েছে। কূল-কিনারা হয়নি আলোচিত এ মামলার।
দীর্ঘ সময় পেরিয়ে মামলার তদন্ত প্রতিবেদনও জমা হয়নি। প্রতিবেদন দিতে এরই মধ্যে ৯৯ বার সময় নিয়েছে তদন্তকারী সংস্থা। আজ সোমবার (৭ আগস্ট) মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। আদালত থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে, এখনো প্রতিবেদন দাখিল হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য এদিন (৭ আগস্ট) আবারও নতুন দিন ধার্য করা হবে। ফলে প্রতিবেদন দাখিল ১০০ বারের মতো পেছাবে।
এ নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠণের পক্ষ থেকে বিচারের দাবি করা হলেও কোন সুরাহা না মেলায় পেশাটির মাঝে হতাশা দেখা দিয়েছে তবুও আন্দোলন চলমান আছে।