ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তপূর্বক অপসারণের দাবী রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা  বেলকুচিতে হত্যাকান্ডের বিচার ও পি আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশ রামেকে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলার অভিযোগ  খাজা মেডিকেল প্রতিষ্ঠাতা ডাঃ আমজাদ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প  কাউন্দিয়া ইউনিয়নের মূর্তিমান আতঙ্কের অপর নাম’কুখ্যাত ভূমিদস্যু সাইফুল আলম খান চেয়ারম্যান সাংবাদিকের গলায় জুতোর মালা; বিএমএসএফ’র তদন্ত কমিটি গঠন; তিনদিনের মধ্যে বিচার দাবি  পরকিয়ায় আত্মহত্যার দায়ভার স্বামী-শ্বাশুড়ীর উপর চাপানোর অভিযোগ বেলকুচিতে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও আহতের আরগ্য কামনায় ছাত্র সমাবেশ

খাবারে বিষক্রিয়া, বাঁশখালীতে একই পরিবারের ৫জন হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চাম্বল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের চৌধুরীসহ একই পরিবারের ৫ জন সদস্যকে স্থানীয় বেসরকারী চাম্বল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাম্বল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরুল কায়েস জানান, অসুস্থ একই পরিবারের সবাইকে চাম্বল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন হলে সোমবার ভোর ৪টায় নগরির পার্কভিউ হাসপাতালে নিয়ে যায় রোগীর আত্মীয়রা।

গত রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৫ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদ মেম্বার প্রকাশ ফজল কাদের চৌধুরী চেয়ারম্যানের বাড়ীতে এ ঘটনা ঘটে।,
এ ঘটনায় একই পরিবারের ৬ জনের মধ্যে ৫জনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদেরমধ্যে চিকিৎসাধিন আছেন- চাম্বলের সাবেক চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী (৫৬), তার স্ত্রী সেতারা বেগম (৪৫), কন্যা ফজিয়া কাদের তিন্নী (২৪), নাতনী তাওশিয়াত ইদনাত (২) ও তাদের বাড়ীর কাজের সহযোগী মো. জুনাইদ (১১)। রিপোর্ট লেখা পর্যন্ত সময় (সকাল ১০টা) তাদের জ্ঞান ফিরেনি বলে জানান কর্তব্যরত চিকিৎসক।,
চেয়ারম্যানের বড় ছেলে মুনতাসির মাহমুদ বলেন, গত রাত সাড়ে ১০টার সময় আমার ছোট বোন সাদিয়া সোলতানা আঁখি (১৮) ছাড়া বাড়ীর অন্যরা সবাই রাতের খাবার শেষ করে। কিছুক্ষণপর আমার বাবা অসুস্থ হয় পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মা ও বোন, বোনের কন্যাশিশু ও কাজের লোকসহ সবার অবস্থা খারাপ হলে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবা ও বোনের মেয়ের অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে নগরির পার্কভিউ হাসপাতালে আইসিইউ’তে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে জানান, ঘটনার রাত ১২টার সময় আমার ছোটবোন সাদিয়া বাড়ীর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়ে দেখে (চট্টগ্রাম যাওয়ার উদ্যেশ্যে) বাড়ীর সব দরোজা খোলা। মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় কে বা কারা। আমাদের পরিবারের সবার প্রাণনাশের জন্য হয়তো কেউ খাবারে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থাগ্রহন করবো।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, খাবারের বিষক্রিয়ায় চাম্বলের একই পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার খবর পেয়েছি। বাড়ির লোকজনের অনুপস্থিতে মালামাল খবর পেয়েছি। তবে, তাদের পরিবারের কেউ আমাদেরকে এখনো জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব।

ছবি: খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ বাঁশখালীর একই পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খাবারে বিষক্রিয়া, বাঁশখালীতে একই পরিবারের ৫জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৭:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চাম্বল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের চৌধুরীসহ একই পরিবারের ৫ জন সদস্যকে স্থানীয় বেসরকারী চাম্বল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাম্বল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরুল কায়েস জানান, অসুস্থ একই পরিবারের সবাইকে চাম্বল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন হলে সোমবার ভোর ৪টায় নগরির পার্কভিউ হাসপাতালে নিয়ে যায় রোগীর আত্মীয়রা।

গত রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৫ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদ মেম্বার প্রকাশ ফজল কাদের চৌধুরী চেয়ারম্যানের বাড়ীতে এ ঘটনা ঘটে।,
এ ঘটনায় একই পরিবারের ৬ জনের মধ্যে ৫জনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদেরমধ্যে চিকিৎসাধিন আছেন- চাম্বলের সাবেক চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী (৫৬), তার স্ত্রী সেতারা বেগম (৪৫), কন্যা ফজিয়া কাদের তিন্নী (২৪), নাতনী তাওশিয়াত ইদনাত (২) ও তাদের বাড়ীর কাজের সহযোগী মো. জুনাইদ (১১)। রিপোর্ট লেখা পর্যন্ত সময় (সকাল ১০টা) তাদের জ্ঞান ফিরেনি বলে জানান কর্তব্যরত চিকিৎসক।,
চেয়ারম্যানের বড় ছেলে মুনতাসির মাহমুদ বলেন, গত রাত সাড়ে ১০টার সময় আমার ছোট বোন সাদিয়া সোলতানা আঁখি (১৮) ছাড়া বাড়ীর অন্যরা সবাই রাতের খাবার শেষ করে। কিছুক্ষণপর আমার বাবা অসুস্থ হয় পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মা ও বোন, বোনের কন্যাশিশু ও কাজের লোকসহ সবার অবস্থা খারাপ হলে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবা ও বোনের মেয়ের অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে নগরির পার্কভিউ হাসপাতালে আইসিইউ’তে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে জানান, ঘটনার রাত ১২টার সময় আমার ছোটবোন সাদিয়া বাড়ীর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়ে দেখে (চট্টগ্রাম যাওয়ার উদ্যেশ্যে) বাড়ীর সব দরোজা খোলা। মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় কে বা কারা। আমাদের পরিবারের সবার প্রাণনাশের জন্য হয়তো কেউ খাবারে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থাগ্রহন করবো।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, খাবারের বিষক্রিয়ায় চাম্বলের একই পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার খবর পেয়েছি। বাড়ির লোকজনের অনুপস্থিতে মালামাল খবর পেয়েছি। তবে, তাদের পরিবারের কেউ আমাদেরকে এখনো জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব।

ছবি: খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ বাঁশখালীর একই পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি।