জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষনা।
- আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল ৮ আগস্ট শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ থাকবে।
এদিকে, চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৬ আগস্ট) দুপুর ১২টা থেকে সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে পতেঙ্গায় ২১৬ দশকি ৪ মিলিমিটার ও আমবাগানে ২০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুইদিন অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তবে পরশু থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। যদিও ১২ আগস্ট পর্যন্ত এ ধরনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে।