বাউফলে দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে জবাই করে হত্যা চেষ্টা
- আপডেট সময় : ০৮:০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন,বাউফল পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী জবাই করে হত্যা চেষ্টা করা হয়েছে। আহত হয়েছেন। রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হলেন কালিশুরী ইউনিয়নের শাহলাম মাতব্বরের ছেলে মোঃ রিফাত মাতব্বর (১৫)
স্থানীয় সূত্রে জানাগেছে, আহত শিক্ষার্থী বাসা থেকে মাদবার বাজারে যাওয়ার পথে মাদবার বাজারে পূর্ব পাশে অজ্ঞাত কিশোর গ্যাংয় সন্ত্রাসীরা এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে। পরে রিফাতকে জবাই করে হত্যা চেষ্টা করা হয়।
স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাত সারে ৮ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত শিক্ষার্থী মোঃ রিফাত মাতব্বরের গলা কাটা থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই ।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান , অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











