ভারী বর্ষণের ফলে যান চলাচল বন্ধ সাজেকে আটকা পর্যটকরা
- আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:-কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আর এতে সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক।
আজ মঙ্গলবার পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার। তিনি বলেন, ‘পর্যটকেরা নিরাপদেই রয়েছেন। তবে সড়কযোগাযোগ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লেগে যাবে।’
পর্যটক নাফিস ইসলাম সত্যো বলেন, ‘গত সোমবার সাজেকে এসেছি। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ নেই। মোবাইলে নেটওয়ার্কের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পাহাড় ধস ও বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পর্যটকদের সাজেক থেকে বের হতে দিচ্ছে না। অনেক পর্যটক আটকা পড়েছেন।’
এ ছাড়া মারিশ্যা-দিঘীনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড়ধসে উপজেলা সদরের সঙ্গেও যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানার পুলিশের একটি উদ্ধারকারী দল ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের একটি দল।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়ির অনেক এলাকা তলিয়ে গেছে। এতে ফসল ও মাছের খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১ হাজার পাহাড়ি পরিবার।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছি।’