সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে ৭৮৮ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২ হাজার ১০১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। এ প্রকল্পের আওতায় পার্বতীপুর উপজেলার ৭৮৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে পার্বতীপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীর কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তফিজুর রহমান এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহমাদুল হাসান, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুখশানা বারি রুকু, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ আহছান হাবীব, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপেশ চন্দ্র রায় সিংহ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপকারভোগি ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংবাদকর্মীরা।
প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পার্বতীপুর উপজেলায় ১ম পর্যায়ে ২৬২, ২য় পর্যায়ে ১০০, ৩য় পর্যায়ে ১৭৫ ও ৪র্থ পর্যায়ে ১৩১ মোট ৬৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে। ‘ক’ শ্রেণির অবশিষ্ট ৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে গুচ্ছগ্রামে পুনর্বাসন করে হলো। প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ‘ক’ শ্রেণির অবশিষ্ট ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির মালিকানাসহ অবশিষ্ট ৬০টি নির্মিত গৃহ হস্তান্তরর করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ৭৮৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে এ পার্বতীপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল।