জিল্লুরের ব্যাংক হিসেব তলব, নাটের গুরুদের কি হবে?
- আপডেট সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চ্যানেল আইতে প্রচারিত ‘টক শো’ তৃতীয় মাত্রার উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট। একই সাথে সেন্টার ফর গভর্নরস স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। জিল্লুর ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। এই দুই ব্যাংক হিসাব তলবের মধ্য দিয়ে জিল্লুরের আর্থিক স্বচ্ছতার একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। একদা বাসদ রাজনীতির সঙ্গে যুক্ত আলী রিয়াজের বাংলাদেশে অনুগত ভৃত্যের ভূমিকায় দায়িত্ব পালন করা জিল্লুর রহমান দীর্ঘদিন ধরেই নানা রকম উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত। আর এই উস্কানিমূলক তৎপরতায় তার প্রধান উৎস হলো চ্যানেল আইতে প্রচারিত তার ‘তৃতীয় মাত্র’ অনুষ্ঠানটি।,
চ্যানেল আই সব সময়ই আওয়ামী লীগের একটি ঘনিষ্ঠ চ্যানেল হিসেবে পরিচিতি দেয়ার চেষ্টা করে। চ্যানেল আইয়ের দুইজন পরিচালকের একজন একুশে পদক পেয়েছেন, আরেকজন স্বাধীনতা পদক পেয়েছেন। সেই চ্যানেলে তৃতীয় মাত্রা অুনষ্ঠানের মাধ্যমে অহরহ সরকারের বিরুদ্ধে বমি উগলানো হয় এবং এই দুই জনের নিয়ন্ত্রণের বাইরে থেকে এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব কি না? সে প্রশ্ন অনেকের মধ্যেই এসেছে। অর্থাৎ চ্যানেল আইয়ের পৃষ্ঠপোষকতায় জিল্লুর, একদা বাসদের পরিত্যক্ত নেতা আজকের জিল্লুর রহমানে পরিণত হয়েছেন। চ্যানেল আই তাকে পরিচিতি দিয়েছে, ব্যাপকতা দিয়েছে’। কিন্তু একের পর এক বিতর্কিত অনুষ্ঠানের পরও চ্যানেল আইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কেউ। সবচেয়ে ভয়ংঙ্কর কাণ্ড হলো, এক-এগারোর সময়ে এই জিল্লুর খুনি রশিদের সাক্ষাৎকার গ্রহণ করেছিল। যে কোনো বিবেচনায় এই সাক্ষাৎকার প্রচারের জন্য চ্যানেল আই নিষিদ্ধ হতে পারতো। কিন্তু চ্যানেল আই কখনও নিষিদ্ধ হয় না, সব সরকারের আমলেই তারা সরকারের ঘনিষ্ঠ হিসেবেই থাকে।