তাড়াশে পাট খড়ির কদর বেড়েছে
- আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে চলতি পাটের মৌসুমে পাট খড়ির কদর বেড়েছে। পাটের পাশাপাশি পাট খড়ি বিক্রি করে কৃষকেরা বাড়তি অর্থ উপার্জন করছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকের বাড়ি থেকে পাটখড়ি কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।
তারা পাট খড়ি কিনে শহরে বিক্রি করছে। অন্যদিকে গ্রামে পাট খড়ি বাড়ি ঘরে বেড়া, সবজি ক্ষেতের বেড়া, মাচায় ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ব্যাপক হারে পার্টিক্যাল বোর্ড তৈরিতে ব্যবহার হচ্ছে পাট খড়ি এবং চারকলে ব্যবহার হচ্ছে পাট খড়ি। অন্যদিকে পাট খড়ি পুড়িয়ে তার ছাই ব্যবহার করা হচ্ছে ফসলের ক্ষেতে।
নাদোসৈয়দপুর এলাকার মো রমজান আলী বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। জমির পাট থেকে যে পাট খড়ি পেয়েছি সুন্দরভাবে তা শুকিয়ে পরিষ্কার করে বিক্রি করতে পারলে তা থেকে ২০-২৫ হাজার টাকা আয় করা হবে।পাট খড়ি সরাসরি চারকল বোর্ড ফ্যাক্টরীতে দিতে পারলে আরও বেশি দামে বিক্রি করা যাবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দল্লাহ আল মামুন বলেন, চলতি বছর তাড়াশ রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ করেছেন কৃষক।
এবার পাটের দাম ভালো। পাশাপাশি প্রতি কুড়ি পাট খড়ি ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে কৃষক জ্বালানী চাহিদা মিটিয়ে বাড়তি অর্থ ঘরে তুলতে পারছেন।