আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান
- আপডেট সময় : ০৪:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস। সফরে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন।,
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন গণমাধ্যমকে জানান, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন। কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অর্থায়নে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। আর এ দুই কংগ্রেসম্যান মার্কিন সহায়তা অনুমোদনবিষয়ক কমিটির সদস্য।,
জানা গেছে, সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশে পৌঁছে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। পরদিন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন। ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।,
নানা ইস্যুতে চলতি বছর মার্কিন প্রতিনিধিদের একের পর এক বাংলাদেশ সফর অব্যাহত রয়েছে। দেশটির নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু এরই মধ্যে সফর করে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেলেন।,
আগামী ৮ অক্টোবর আসছে দেশটির প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া চলতি মাসে আরও মার্কিন প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের মধ্যভাগে ইন্দো-প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমসের ঢাকা সফরে আসার কথা রয়েছে। দুদেশের মধ্যকার প্রতিরক্ষা সংলাপে অংশ নিতে আসছেন তিনি।
সেপ্টেম্বরের প্রথমভাগে টিকফা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও ঢাকায় আসতে পারেন। দু’দেশের কূটনৈতিক চ্যানেলে সফরগুলোর প্রস্তুতি চলছে’।