টেকনাফে দুই লাখ ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে ঘটনায় কাউকে আটক করতে পারে নেই বিজিবি। শুক্রবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নাজির পাড়ার গফুরের প্রজেক্ট এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ ।
মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের খবর পেয়ে বিজিবির একটি টহলদল গফুরের প্রজেক্ট এলাকার কেওড়া বাগানে অবস্থান নেয়। এক পর্যায়ে তিন ব্যক্তিকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে বিজিবি।
তিনি বলেন, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে হেটে আসা ব্যক্তিদের সন্দেহ জনক হওয়ায় টহলদল তাদের কে চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা গুলো ফেলে দিয়ে পাশের কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যান হেটে আসা ব্যক্তিরা।
“বিজিবির সদস্যরা ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা জব্দ করে। পরে ওই বস্তা দুইটি তল্লাশি করে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”
বিজিবি অধিনায়ক বলেন,উদ্ধারকৃত ইয়াবা গুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের গুদামে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মুখ্য বিচারিক হাকিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইয়াবা গুলো ধ্বংস করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।