আগামী দ্বাদশ নির্বাচনে নরসিংদী-৫( রায়পুরা) আসনের মনোনয়ন প্রত্যাশী ছয় ছয় বারের সংসদ সদস্য রাজু
- আপডেট সময় : ০১:৩৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নরসিংদী-৫(রায়পুরা) আসনের ছয় ছয় বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু। নরসিংদী জেলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বৃহত্তর উপজেলা এটি। এই উপজেলার পরেই পূর্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা অবস্থিত। দক্ষিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর। উত্তরে বেলাবো উপজেলা। পশ্চিমে নরসিংদী সদর।
নরসিংদী-৫( রায়পুরা) আসনটির ছয় ছয় বারের জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ষাট দশকের তুখর ছাত্রনেতা, মুক্তিযুদ্ধকালীন সময়ের আন্দোলনের আঁতুরঘর নামে খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই দুইবারের ভিপি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ ও শ্রম মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে নরসিংদী-৫ রায়পুরা উপজেলা আওয়ামী লীগ একটি সু সংগঠিত ও শক্তিশালী সংগঠন। ফলে ছয় ছয়বারের নির্বাচিত এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের দখলে রয়েছে।
নরসিংদী-৫(রায়পুরা)আসনে ২৪টি ইউনিয়ন একটি পৌরসভা মিলে ২৫টি সাংগঠনিক ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট জননেতা রাজিউদ্দিন আহমেদ রাজু’র দিক নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। মহান মুক্তিযুদ্ধের সময় ও জাতীয় দুর্যোগ এবং আওয়ামী লীগের দুর্দিনে রায়পুরা উপজেলার মানুষ সব সময়ই প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ২০০১সালে দেশি ও বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে যখন মাত্র ৬২টি আসন পেয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, তখনো আকাশচুম্বনী জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতার কারণেই এই নরসিংদী-৫ (রায়পুরা) আসনটি রাজিউদ্দিন আহমেদ রাজু’র নেতৃত্বে আওয়ামী লীগের দখলে ছিল।
বিগত ১৯৯৬ সালের পূর্বে নরসিংদী-৫ রায়পুরাতে শুধুমাত্র দুই কিলোমিটার পাকা রাস্তা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ মাদ্রাসার বেহাল অবস্থা ছিল। সমগ্র রায়পুরায় সরকারি কলেজ ছিল না।
বর্তমানে নরসিংদী-৫ রায়পুরার দুর্গম চর এলাকাসহ প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে সর্বমোট ২৭৪ কিলোমিটার পাকা রাস্তা ব্রিজ ও কার্লভাট তৈরি হয়েছে। মেথিকান্দা রেলস্টেশন থেকে নরসিংদী রেল স্টেশন পর্যন্ত রেলের পাশ দিয়ে যুগান্তকারী পাকা রাস্তা নরসিংদীর সাথে যাতায়াতকে অত্যন্ত দ্রুততর করেছে। পান্থশালা থেকে সায়দাবাদ ও বাঁশগাড়ি হয়ে মির্জাচর পর্যন্ত পাকা রাস্তা চরাঞ্চলকে টান অঞ্চলের সাথে সেতু বন্ধন তৈরি করেছে। ফলে নরসিংদী-৫(রায়পুরা)উপজেলা উন্নয়নের দিক দিয়ে এ গ্রেডে উন্নীত হয়েছে।
চরাঞ্চলের সাথে যাতায়াতের সেতু বন্ধন তৈরীর লক্ষ্যে গড়ে তুলেছেন পান্ত শালা ব্রিজ ও ফেরিঘাট। ফেরিঘাট এলাকাকে আকর্ষণীয় করার জন্য তৈরি করেছেন রাজু কটেজ সহ পান্থশালা পার্ক।
দূর্গম চরাঞ্চলে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। প্রতিটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে নতুন নতুন ভবন। রায়পুরা কলেজ হয়েছে সরকারি কলেজ। অসংখ্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। রায়পুরা পৌরসভার শ্রীরামপুর রেলগেইটে গড়ে উঠেছে অত্যাধুনিক রাজি উদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম।উপজেলার মরজাল ইউনিয়নে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন ওয়ান্ডার ইকো পার্ক ও রিসোর্ট।তাছাড়া
এই উপজেলার মির্জাপুর ইউনিয়নের নীলকুঠিতে মাহমুদাবাদ রাজি উদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান এ নির্বাচিত গণপরিষদের সদস্য। অতি সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন নরসিংদী-৫(রায়পুরা)আসনের ছয় ছয় বারের জাতীয় সংসদ সদস্য ও জননেতা রাজিউদ্দিন আহমেদ রাজু দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন বলে আশা বাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বর্ণাঢ্য। এই জাতীয় সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আমাদের নরসিংদী-৫(রায়পুরা) আসনের গর্ব।
বাংলাদেশ যতদিন থাকবে,ততদিন ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন সহ মহান স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রাখার জন্য জাতীয় বীর হিসেবে রাজিউদ্দিন আহমেদ রাজু’র নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ রকম জাতীয় সংসদ সদস্য নরসিংদী-৫(রায়পুরা) আসনে আর এই মাটিতে আর জন্মাবে না।
যে জাতি গুনী জ্ঞানী ও কীর্তিমানদের কে সম্মান করতে জানে না, সে দেশে জ্ঞানী-গুনী জন্মতে পারেনা। সে জাতি ধ্বংসের পথে যায়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কিভাবে সম্মান করতে হয় তা জানেন। সেজন্যই ২০১৮সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলামকে সিঙ্গাপুর হাসপাতালে আইসিইউতে রেখেই মনোনয়ন দিয়েছিলেন।
সে কারণেই রায়পুরা উপজেলা তৃণমূল আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও জনগণ মনে করে রাজিউদ্দিন আহমেদ রাজু যতদিন বেঁচে থাকবেন ততদিন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন রাজু এমপির থাকবে, তিনি বিকল্পহীন একক এবং একমাত্র আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন।ইনশাল্লাহ।