আইনি গ্যাঁড়াকলে জায়েদ খান
- আপডেট সময় : ০৩:০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: নারী আসলে আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান।’ টেলিভিশন সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে এবার আইনি গ্যাঁড়াকলে আটকে গেলেন জায়েদ খান।
তার বক্তব্য ‘নারীর সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয়প্রতিপন্ন করেছে’ এমন অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার দুপুরে এক রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়। এটি পাঠিয়েছেন অ্যাডভোকেট মুনিমা মান্নান। নোটিশে জায়েদ খানের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আপনার মতো বাংলা চলচ্চিত্রের একজন নায়ক এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের সম্মান ক্ষুণ্ণ ও হেয়প্রতিপন্ন করে। বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার অনুরোধ থাকলো। এমন কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত না থাকলে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন করেছেন। তবে আইনি নোটিশটি এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। নোটিশটি অফিসিয়ালি হাতে পাই তারপর এ নিয়ে বলতে পারবো।’
এর আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জায়েদ খান বলেন, নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে।,