র্যাব-১২’র অভিযানে উল্লাপাড়া ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
সেলিম রেজা স্টাফ রিপোর্টার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ আগষ্ট ২০২৩ খ্রিঃ সকাল ০৬.০০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ১০ নং বড়হর ইউনিয়নের তেতুলিয়া বাজারের পাশে খোশাল উদ্দিন মডেল একাডেমীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের ১০০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৪), পিতা-মোঃ আমিন উদ্দিন, মাতা-বানেছা বেগম, সাং-গেন্দুকুড়ি, পোঃ নওদাবাস, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে ।,