২২ আগস্ট ব্রিকসে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ২২ আগস্ট ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন এবং এই সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, বহুদিন ধরে ব্রিকসে যোগদানের চেষ্টা করছে বাংলাদেশ। এজন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে ঢাকা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় এবারের ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে জোটের প্রতিষ্ঠাতা ৫ সদস্যের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি অংশ নিচ্ছেন। তবে আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারবেন না। তিনি ভার্চ্যুয়ালি যোগ দিবেন। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে অংশ নিচ্ছেন।,
২০০৬ সালে ব্রিকসের যাত্রা শুরু হয়। বেশ কিছুদিন ধরেই ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছিল। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ নিয়ে একাধিকবার কথা বলেছেন। বাসসের খবরে বলা হয়, গত ১৪ই জুন সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্যপদ পেতে পারে। কেবল বাংলাদেশ নয়, সবমিলিয়ে ২০টি দেশ ব্রিকস জোটে যোগ দেয়ার আগ্রহের কথা জানিয়েছে।