সংবাদ শিরোনাম ::
তাড়াশ পূজা উদযাপন পরিষদের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
তারাশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে আলোচানা সভা, প্রার্থনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, যুগ্ম সম্পাদক প্রভাষক সনাতন দাস, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, মৃণাল সরকার মিলু, সুজন কুমার মাল প্রমূখ।