বঙ্গবন্ধুর মতো মহান রাষ্ট্রনায়ক বিশ্বে আর জন্ম নিবেন না,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
- আপডেট সময় : ০৭:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য আজীবন কাজ করেছেন। তার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। তিনি দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তার একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সে দিন এদেশের বীর মুক্তিযোদ্ধারা তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলেও স্বাীনতা রিবোধী পরাজিত চক্র দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে ও তার পরিবারকে হত্যা করে জাতিকে কলঙ্কিত করে। দেশের মঙ্গল কামনায় তার মত মহা রাষ্ট্রনায়ক নেতা বিশ্বে আর জন্ম নেননি এবং নিবেও না। জাতির খেদতমের জন্য সেদিন আল্লাহ বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে বাঁচিয়ে রেখেছেন। তাইতো আজ তার কন্যা শেখ হাসিনা জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আজ দেশের এমন উন্নয়নের সেই মহান কারিগরকে দেখে বিশ্বের উন্নত দেশগুলো ঈস্বান্বিত হচ্ছে। আমাদের সকলকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করতে হবে।,
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভা কক্ষে শোক সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।,
জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমানসহ জেলা আ.লীগের নেতৃবৃন্দ। এর আগে, সকালে জেলা প্রশাসন, জেলা আ.লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহরের পুরাতন সিও অফিস (উপজেলা পরিষদ) মোড় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ ছাড়া একই দিন জেলার নাজিরপুর সহ বিভিন্ন উপজেলায় আ’লীগ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। জেলার নাজিরপুরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে স্থানীয় এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ.ম রেজাউল করিম এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পন করা হয়। এ ছাড়া উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল বলেন, শোক দিবস উপলক্ষে উপজেলা কৃষকলীগের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণসহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।