সংবাদ শিরোনাম ::
শোক দিবসে দেড় লাখ গাছের চারা বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যেগে তাঁদের সদস্যদের মাঝে দেড় লাখ বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ আঞ্চলিক কার্যালয় চত্ত¡রে গাছের চারা বিতরণের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক তাড়াশ শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসলাম আলী।
এ সময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক তাড়াশ শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুস, জ্যেষ্ঠ কর্মকর্তা মো. এনামুল হক, অফিসার পলাশ চন্দ্র সরকার, শাহাদৎ হোসেন, জাকারিয়া হোসেন, মনিরুজ্জামান, রুমা আকতার, তাড়াশ থানার এএস আই নূর আখতার, নাজনীন খাতুন, তাড়াশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয় প্রমূখ।
উল্লেখ্য, তাড়াশ উপজেলা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ১০টি শাখায় একযোগে ১ লাখ ৬০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়।