তাড়াশ প্রেসক্লাবের নতুন কমিটির শপথ
- আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাড়াশ প্রেসক্লাবের ২০২৩-২৪ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল।
গত ১২ আগস্ট অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি আবু হাশিম খোকন ও যুগ্ম সম্পাদক লুৎফর রহমান। গোপন ব্যালটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শামিউল হক শামীম ও সাংগঠনিক সম্পাদক পদে হাদিউল হৃদয় এই অনুষ্ঠানে শপথ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ, সাবেক সাধারণ সম্পাদক শফিউল হক বাবলু, সাহেদ খাঁন জয়, সদস্য সাব্বির আহমেদ, রফিকুল ইসলাম মৃণাল সরকার মিলু, শায়লা পারভীন, নির্বাচন, পরিচালনা কমিটির সদস্য এম এ মাজিদ ও রেজাউল করিম ঝন্টু।