ক্যাপ্টেন প্লানেটের উদ্যোগে গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি, বৃহস্পতিবার, ১৭ আগস্ট,২০২৩: ক্যাপ্টেন প্লানেট,ঝালকাঠির উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ঝালকাঠির ঐতিহ্যবাহী শাহী কোম্পানির স্বত্ত্বাধিকারী ও ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু বৃহস্পতিবার ধানসিঁড়ি ইউনিয়নের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের তার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, ইউপি সচিব দীনেশ রায়, স্কুল ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রেমী বৃক্ষপ্রেমী সামসুল হক মনু প্রতিবছর ঝালকাঠিসহ বরগুনা, পটুয়াখালী,কুয়াকাটা, বরিশাল, উজিরপুর, বানারীপাড়ায় হাজার হাজার গাছের চারা বিতরণ করেন। তার নিজ বাড়ি ঝালকাঠি শহরের শাহী মহলে শতশত গাছের সাথে হাজারো পাখির অভয়ারণ্য অনন্য জীববৈচিত্রের মিলনমেলা।
ফল খাও আটি লাগাও এ শ্লোগানে তিনি স্কুল,কলেজ শিক্ষার্থী, সাথারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে চলছেন। তার এ কাজে সহযোগীতা করছেন শিহাব মাহমুদ ও সিতাব জ্যাকি।