চৌহালীতে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন
- আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌহালীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষায় প্লাবিত/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে চৌহালী সরকারি কলেজ এর পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচীর উদ্বোধন করেন- চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন ওর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম শফি প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার বলেন- চৌহালীতে মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অনেক পুকুর, খাল ও জলাশয় রয়েছে, সেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে চৌহালীতে মাছের চাহিদা পুরণসহ মৎস্য চাষীরা আর্থিকভাবে সাবলম্বি হবে।
চৌহালী উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় চৌহালী সরকারি কলেজ এর পুকুরসহ উপজেলার ৭ট জলাশয়ে পোনা মাছের পোনা অবমুক্ত করা হয়।