কৃষকদের স্বার্থ রক্ষায় সারাদেশে কাজ করবে এগ্রিকেয়ার-সুমন মজুমদার !
- আপডেট সময় : ০৭:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: কৃষকদের স্বার্থ রক্ষায় সারাদেশে বিভিন্ন জায়গায় কাজ করবে এগ্রিকেয়ার গ্লোবাল লিমিটেড বলে মন্তব্য করেছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সুমন মজুমদার। শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজার এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পায় সেই লক্ষ্য নিয়ে এগ্রিকেয়ার কাজ করছে। শুধু তাই নয় স্বাস্থ্য সম্মত ফসল উৎপাদন করতেও কৃষকদের পরামর্শ সহ প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করবে এগ্রিকেয়ার গ্লোবাল লিমিটেড । আমাদের এই কার্যক্রম শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।
সিনিয়র অফিসার আলী হাসান প্রিন্সের সঞ্চলনায় এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামচুল হক, এগ্রিকেয়ার গ্লোবাল লিমিটেডের সিইও ও সহ প্রতিষ্ঠাতা তানভীর মাহমুদ আবির, কাউছার আলম, হেড অফ অপারেশনস হুমায়ুন আহমেদ জামি বক্তব্য রাখেন।