সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সাংবাদিকের স্বামীকে কুপিয়ে আহত, বিএমএসএফ’র নিন্দা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বাসন থানা এলাকায় নারী সাংবাদিক নাছিমা আক্তার রেনুর স্বামী রফিক মোল্লাকে কুপিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগর বাসন থানা ১৬ নং দক্ষিণ বারবৈকা মোড়ের দক্ষিণে সবজি ক্ষেতের পাশে পাকা রাস্তার মধ্যে তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটির নিন্দা ও সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
শুক্রবার সাংবাদিক রেনু জানিয়েছেন, রাত ৯টার কিছু সময় পর আমার স্বামীর মোবাইল থেকে কল আসে। জনৈক অপরিচিত একজন কথা বলে জানান তার স্বামীকে (রফিক) কে বা কারা কুপিয়ে আহত করে। আমি তখন পত্রিকার কাজে ঢাকায় ছিলাম। খবর পেয়ে দ্রুত ছুটে যাই। এখনও তিনি সুস্থ্য কিংবা স্বাভাবিক নন। (খবর বিজ্ঞপ্তি)