সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ন্যায্যমূল্যের এক ট্রাক চালসহ চালককে আটক করেছে পুলিশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত আটটার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে সরকারি ন্যায্যমূল্যের এক ট্রাক চাল পাচারকালে এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।,
তিনি জানান, সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ চাল ভর্তি ট্রাকটি জব্দ করে এনায়েতপুর থানায় নিয়ে যায়। আটক চালকের নাম জহির মণ্ডল। এ সময় ট্রাকে থাকা অপর দুইজন পালিয়ে যায়। জব্দ চালের মালিকের নাম জানা যায়নি’।
জিজ্ঞাসাবাদে চালক ট্রাকে ৫০-৬০ বস্তা চাল রয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি আনিছুর রহমান।’