কাজিপুরে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোর্টিশ-তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐহিত্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার হায়দার তালুকদার অন্যান্য সদস্য ও শিক্ষকদের নিয়ে বিদ্যালয় সভাকক্ষে এক জরুরি সভা করেন। সভায় আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে প্রধান শিক্ষক ও খন্ডকালিন শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পান। বিষয়টির অধিকতর তদন্তের জন্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে ওই প্রধান শিক্ষককে এ বিষয়ে কারণ দর্শানোর নোর্টিশ প্রদান করা হয়েছে।
তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি প্রাথমিকভাবে আমাদের নিকট ধরা পড়েছে। বিদ্যালয়ে রহস্যজনক চুরি, কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্য, ছাত্রাবাস থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায় এসব বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চেয়ে কারণ দর্শানোর নোর্টিশও দেয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থী ও সেলসান ট্রেডিং লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখনও সচিব থেকে শুরু করে অনেক বড় বড় পদে রয়েছেন। প্রতিবছর এসএসসিতে ভালো ফলাফল করতো । কিন্তু সাম্প্রতিক সময়ে ফলাফলে একেবারে ধস নেমেছে। সেইসাথে নানা অনিয়মই ওই প্রধান শিক্ষকের নিকট নিয়মে পরিণত হয়েছে এর একটা বিহিত হওয়া জরুরী।
এ বিষয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, পরিচালনা কমিটির নোর্টিশ হাতে পাইনি। তিনি বলেন, আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। তদন্ত কমিটির নিকট বিস্তারিত তুলে ধরবো ।
এদিকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরছেন।