ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাঁত বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে যত অভিযোগ: অপসরন চেয়ে সারা দেশে চলছে মানব বন্ধন ও বিক্ষোভ  আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: রাজশাহীতে দেবীর চরণে ভক্তের শ্রদ্ধা রাউজানে মন্ডপে মন্ডপে চলছে দূর্গাপূজা রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনকে কারাদন্ড টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা সভায় অস্ত্রদিয়ে ফাঁসানো নিরপরাধ শহিদুল্লাহর মুক্তির দাবি নেতাদের শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে ‘গুড নেইবারস বাংলাদেশ’ বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভন্ড কবিরাজের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান   বিশ্ব শিক্ষক দিবসে নিজ সহকর্মিদের ভালোবাসায় সিক্ত হলেন গুণী শিক্ষক শওকত আলী বদির ক্যাশিয়ার ফারুককে ধরতে গিয়ে হামলার শিকার হলেন র‍্যাব সদস্যরা

তাড়াশে বিভিন্ন চায়ের দোকানে জুয়া খেলার আসর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে

তাড়াশ( সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বাজার, মোড়ে ও চায়ের দোকানে চলছে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা। জুয়া খেলাকে কেন্দ্র করে বাড়ছে পারিবারিক কলহ। জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার।

পুলিশের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালিত হলেও থামছেনা এই জুয়া খেলা। এ ব্যাপারে প্রশাসনের আরো কঠোর হয়ে জুয়া বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয়রা জানিয়েছে, গুরমা, দেশীগ্রাম, ধানকুন্টি, বিন্নাবাড়ি, বস্তুল, তালম, মান্নান নগর, নওগাঁ, বিনসাড়া, দিঘীসগুনা, ঘরগ্রামসহ দোকানে চলছে জুয়া খেলা।

বিভিন্ন কৌশলে বড় অংকের টাকা, ঠান্ডা পানি, এমনকি বিস্কুটের বিনিময়েও চলে এই খেলা। খেলাতে জয়ী হওয়া চা, পান, বিস্কুটের বিনিময়ে টাকা নেয়ার ব্যবস্থা রয়েছে আসর বসানো দোকান গুলোতে। একই সাথে টাকার বিনিময়েও এই খেলা হচ্ছে। তাস খেলার নামে জুয়া খেলা দেখেও এলাকার মানুষ মনে করে স্বাভাবিক সময় কাটানো বা আনন্দের জন্য এই খেলা করা হচ্ছে।

অথচ পুলিশ ও এলাকার মানুষের চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে টাকা ও বিভিন্ন পন্যের বিনিময়ে এই খেলা অব্যহত রয়েছে। হারজিতের এই খেলা জেদে পরিনত হয়ে গভীর রাত পর্যন্ত গড়াচ্ছে তাস খেলা। ফলে পারিবারিক কলহের সৃষ্টি হচ্ছে।

এছাড়া উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুরমা গ্রামের নরজুলের দোকানে সন্ধা থেকে শুরু হচ্ছে জুয়ার আসর। তিনতাসের মাধ্যমে হচ্ছে এই জুয়াখেলা। সন্ধায় শুরু হলেও এই খেলা চলছে গভীর রাত পর্যন্ত।

স্থানীয়রা অভিযোগ করেন টাকার পাশাপাশি বিভিন্ন প্রকার পানিও দ্রব্যের বিনিময়েও চলছে জুয়া খেলা। জুয়া খেলার অভিযোগ থানা পুলিশ সম্প্রতি অভিযান পরিচালনা করলেও থেমে নেই জুয়া খেলা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবারের অভিভাবকরা জানিয়েছেন, পরিবারের প্রধান প্রতিনিয়ত জুয়াখেলা করছে। সারাদিন পরিশ্রম করে ৪/৫’শ টাকা আয় করে সন্ধার পর ওই টাকা জুয়ার পিছনে শেষ করছে।

এক জুয়াড়ির স্ত্রী জানান, রাত ২/৩ টার আগে আমার স্বামী বাড়ী আসেনা। লোকজন দিয়ে খবর নিলে জানতে পারি সে তাস খেলা করছে। তাস খেলার কথা জানতে চাইলে মারধর করে। এই খেলা নিয়ে পরিবারে আমার কোন শান্তি নেই। জুয়াখেলা নিয়ে পারিবারি দ্বন্দের বিষয়টি ইউনিয়নের গ্রাম আদালত পর্যন্ত গড়াচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

এ বিষয়ে তাড়াশ থানার (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, জুয়ার বিরুদ্ধে বারবার অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাস খেলা বন্ধ করেছি। তারপরও যদি জুয়া খেয়া কেউ অব্যাহত রাখে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাড়াশে বিভিন্ন চায়ের দোকানে জুয়া খেলার আসর

আপডেট সময় : ০৭:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

তাড়াশ( সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বাজার, মোড়ে ও চায়ের দোকানে চলছে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা। জুয়া খেলাকে কেন্দ্র করে বাড়ছে পারিবারিক কলহ। জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার।

পুলিশের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালিত হলেও থামছেনা এই জুয়া খেলা। এ ব্যাপারে প্রশাসনের আরো কঠোর হয়ে জুয়া বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয়রা জানিয়েছে, গুরমা, দেশীগ্রাম, ধানকুন্টি, বিন্নাবাড়ি, বস্তুল, তালম, মান্নান নগর, নওগাঁ, বিনসাড়া, দিঘীসগুনা, ঘরগ্রামসহ দোকানে চলছে জুয়া খেলা।

বিভিন্ন কৌশলে বড় অংকের টাকা, ঠান্ডা পানি, এমনকি বিস্কুটের বিনিময়েও চলে এই খেলা। খেলাতে জয়ী হওয়া চা, পান, বিস্কুটের বিনিময়ে টাকা নেয়ার ব্যবস্থা রয়েছে আসর বসানো দোকান গুলোতে। একই সাথে টাকার বিনিময়েও এই খেলা হচ্ছে। তাস খেলার নামে জুয়া খেলা দেখেও এলাকার মানুষ মনে করে স্বাভাবিক সময় কাটানো বা আনন্দের জন্য এই খেলা করা হচ্ছে।

অথচ পুলিশ ও এলাকার মানুষের চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে টাকা ও বিভিন্ন পন্যের বিনিময়ে এই খেলা অব্যহত রয়েছে। হারজিতের এই খেলা জেদে পরিনত হয়ে গভীর রাত পর্যন্ত গড়াচ্ছে তাস খেলা। ফলে পারিবারিক কলহের সৃষ্টি হচ্ছে।

এছাড়া উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুরমা গ্রামের নরজুলের দোকানে সন্ধা থেকে শুরু হচ্ছে জুয়ার আসর। তিনতাসের মাধ্যমে হচ্ছে এই জুয়াখেলা। সন্ধায় শুরু হলেও এই খেলা চলছে গভীর রাত পর্যন্ত।

স্থানীয়রা অভিযোগ করেন টাকার পাশাপাশি বিভিন্ন প্রকার পানিও দ্রব্যের বিনিময়েও চলছে জুয়া খেলা। জুয়া খেলার অভিযোগ থানা পুলিশ সম্প্রতি অভিযান পরিচালনা করলেও থেমে নেই জুয়া খেলা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবারের অভিভাবকরা জানিয়েছেন, পরিবারের প্রধান প্রতিনিয়ত জুয়াখেলা করছে। সারাদিন পরিশ্রম করে ৪/৫’শ টাকা আয় করে সন্ধার পর ওই টাকা জুয়ার পিছনে শেষ করছে।

এক জুয়াড়ির স্ত্রী জানান, রাত ২/৩ টার আগে আমার স্বামী বাড়ী আসেনা। লোকজন দিয়ে খবর নিলে জানতে পারি সে তাস খেলা করছে। তাস খেলার কথা জানতে চাইলে মারধর করে। এই খেলা নিয়ে পরিবারে আমার কোন শান্তি নেই। জুয়াখেলা নিয়ে পারিবারি দ্বন্দের বিষয়টি ইউনিয়নের গ্রাম আদালত পর্যন্ত গড়াচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

এ বিষয়ে তাড়াশ থানার (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, জুয়ার বিরুদ্ধে বারবার অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাস খেলা বন্ধ করেছি। তারপরও যদি জুয়া খেয়া কেউ অব্যাহত রাখে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।