বন্যার্তদের মাঝে ২য় দফায় লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র মানবিক উপহার
- আপডেট সময় : ০৩:১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়া উপজেলার এমন আকস্মিক বন্যা পরিস্থিতিতে বরাবরের মতো বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম। সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী’র তত্বাবধানে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার আহমদ এর সহযোগিতায় ২য় দফায় লোহাগাড়া উপজেলায় মানবিক উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবার কে নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সমন্নয়ক মো: আবু ছিদ্দিক, সাধারণ সম্পাদক রায়হান লোকমান, যুগ্ম সম্পাদক শফিকুল রহমান,আজীবন সদস্য আব্বাস উদ্দীন হৃদয়,প্রবাসী সম্পাদক মো: জোনায়েদ,সাংগঠনিক সম্পাদক,মো: কুতুব উদ্দীন, সদস্য ফাহিম প্রমুখ।
সংগঠনের সমন্নয়ক মো: আবু ছিদ্দিক বলেন,বন্যাকবলিত লোকজনের পাশে দাঁড়াতে পেরে খুশি। আমি সহযোগিতা প্রদানকারীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা প্রথমেই প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী কে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই। তার বিচক্ষণতার কারণেই আমরা খুব সহজেই এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি। এছাড়াও আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম কৃতজ্ঞ।
এই মানবিক উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে ও দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে দাঁড়াতে আমরা লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম পরিবার সর্বদা প্রস্তুত। লোহাগাড়াবাসীর এই প্রয়োজনের মুহূর্তে সংগঠনের দায়িত্বশীলরা যেভাবে নিজের সর্বোচ্চ পরিশ্রম ও সামর্থ্য দিয়ে এই কার্যক্রমকে সফল করেছেন, তাতে আমি তাদের নিয়ে গর্বিত। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার আহমদ ভাই সহ এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা সকলের প্রতি।
তারেক আজিজ চৌধুরী আরো বলেন,লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর পক্ষ থেকে মানবিক উপহার বিতরণ কার্যক্রম এখানেই সমাপ্ত নয়। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্যান্য বন্যাকবলিত অঞ্চলগুলোতেও মানবিক উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করব।