বন্যার্ত দেড় শতাধিক পরিবার কে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম মানবিক উপহার বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার সামাজিক সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ১ম, ২য়, ৩য় দফায় দেড় শতাধিক পরিবারে মাঝে মানবিক উপহার চাউল ও নগদ অর্থ নিয়ে গ্রামের নিম্ন আয়ের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
মানবিক কার্যক্রমের সার্বিক তত্বাবধানে নিরলসভাবে কাজ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী। সার্বিক সহযোগিতা দিয়ে এই মহতী উদ্যোগকে বাস্তবে রূপদান করেছেন জনাব নেছার আহমেদ,মো: সেলিম উদ্দিন সহ সংগঠনের প্রবাসী ফোরাম।
সরেজমিনে মূল ভূমিকা পালন করেছেন তরুণযোদ্ধা সমন্নয়ক মো: আবু ছিদ্দিক,সমন্নয়ক এনায়েত উল্লাহ চৌধুরী,সাধারণ সম্পাদক রায়হান লোকমান, যুগ্ম সম্পাদক শফিকুল রহমান,আজীবন সদস্য আব্বাস উদ্দীন হৃদয়,প্রবাসী সম্পাদক মো:জোনায়েদ,সাংগঠনিক সম্পাদক,মো: কুতুব উদ্দীন প্রমুখ।
সংগঠনের সমন্নয়ক মো: আবু ছিদ্দিক,এনায়েত উল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,বন্যাকবলিত লোকজনের পাশে দাঁড়াতে পেরে খুশি। আমরা সহযোগিতা প্রদানকারীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই মানবিক উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে ও দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে দাঁড়াতে আমরা লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম পরিবার সর্বদা প্রস্তুত। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার আহমদ ভাই সহ এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা সকলের প্রতি।