ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত
- আপডেট সময় : ০৯:৩২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। কারওয়াশ করা অবস্থায় তাদের লক্ষ্য করে গুলি করা হয়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ২৯ বছর বয়সী ছেলেকে গুলি করা হয়েছে।’ নিহতরা হলেন সাইলাস (সাই) নাইজারকার ও তার ছেলে আভিয়াদ নির।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মিডিয়ার মুখপাত্র আভিচে আদ্রাই দুই ইসরায়েলি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্যারামেডিক চিকিৎসকরা জানিয়েছেন,
কারওয়াশের মধ্যে ওই দু’জনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অ্যাম্বুলেন্স পরিসেবার এক মুখপাত্র জানিয়েছেন, দু’জনেই অচেতন ছিলেন এবং তাদের শরীরে গুলির ক্ষত ছিল’।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এই গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বলেন,
এখন পর্যন্ত সব হত্যাকারীদের সাথে যেমনটা করা হয়েছে, ‘সর্বশেষ হত্যাকারীকে গ্রেফতার করতে এবং তার সাথে হিসাব-নিকাশ করতে নিরাপত্তা বাহিনী তার দ্বিগুণ প্রচেষ্টা করছে।’