ভারুয়াখালীতে অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার।
- আপডেট সময় : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের সদর উপজেলার ভারুয়াখালীতে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজারের একটি গ্রিল ওয়ার্কশপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২০ আগস্ট) দুপুরে কক্সবাজার সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার মোহাম্মদ বাবুলের বাড়ি ভারুয়াখালী বাজার এলাকায়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বাবুলের কাছ থেকে দেশে তৈরি ৩টি বন্দুক ও ৯৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার সকালে থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।