আবারও অস্থির পিঁয়াজের বাজার
- আপডেট সময় : ০৮:৫৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশে পণ্যটির বাজারে হঠাৎ অস্থিরতা তৈরি হয়েছে। মাত্র এক রাতের ব্যবধানে দেশের অন্যতম পাইকার বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি পিঁয়াজের দাম বেড়েছে ১৮ টাকা।’
ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে কোনো শুল্ক দিতে হতো না বাংলাদেশকে। দেশটির বাজারে পেঁয়াজের দামের নাগাল টানতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। রোববার থেকে এটি কার্যকর হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
খাতুনগঞ্জের আমদানীকারকদের মতে- ভারতের ভেলেরোতে সবচেয়ে বেশি পিঁয়াজ উৎপাদন হয়। অন্যতম পিঁয়াজ উৎপাদনকারী ভারত থেকে বাংলাদেশ, সংযুক্ত আবর আমিরাত. মালেশিয়া, শ্রীলঙ্কাসহ কিছু দেশ আমদানী করে। ভেলোরে এবার ব্যাপক বন্যা হওয়ায় পিয়াজ উৎপাদন ও মজুদে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে ভারতেই পিয়াজের বাজার অস্থির হয়ে পড়েছে। নিজ দেশের সংকট এড়াতে ভারত পরোক্ষ ভাবে পিয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে।
তবে বাংলাদেশ ভারত ছাড়াও মিয়ানমার, চীন, মিশর এবং তুরস্ক থেকে পিয়াজ আমদানি করে থাকে। হঠাৎ করে ভারত ৪০ শতাংশ শুল্কারোপ করায় কিছুটা অস্থির হয়ে পড়েছে পিঁয়াজের বাজার। অন্য দেশ থেকে বড় পরিসরে আমদানি হলে স্বাভাবিক হয়ে উঠবে পিঁয়াজের বাজার।’
বন্যার কারণে চাষাবাদ ব্যাহত হয়েছে ভারতে। যার প্রভাব পড়েছে সবজি উৎপাদনে। ফলে অভ্যন্তরীণ বাজারে বাড়তে থাকে পিঁয়াজের দাম। তাই পিঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার।’