একুশে আগস্ট গ্রেনেডে হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা আ.লীগের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: ২১ আগষ্ট ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৪ নেতাকর্মির হত্যাকার্ডের মূল হোতা তারেক জিয়াসহ সকল আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিল শেষে স্বাধীনতা স্কয়ারে ২১ আগস্ট শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতা কর্মীরা।
সোমবার বেলা এগারোটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়াামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাওন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার ।