র্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সংবাদদাতা: র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ আগষ্ট ২০২৩ ইং তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (৫৮)-কে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ১৭ অক্টোবর ২০১২ তারিখে র্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজীর চর মুন্সিপাড়া জামে মসজিদের সমনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ সাইফুল ইসলাম এর নিকট হতে ফেনসিডিল উদ্ধার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে ঢাকা জেলার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-৬৬ (১০) ২০১২, জিআর নং-৭৯০/২০১২ ও দায়রা মামলা নং-৩২৮/২০১৩ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(খ)। উক্ত মামলার বিচারিক কার্য শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, দেউলিয়া বিষয়ক আদালত, ঢাকা এর বিজ্ঞ বিচারক আসামিকে যাবজ্জীবন সাজাপ্রদান করে রায় প্রদান করেন। পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর জঙ্গী সেলের সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ আগষ্ট ২০২৩ ইং তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (৫৮), পিতা-মৃত মেছের উদ্দিন সরদার, সাং-বৈরাগীরচর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তাজপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।