লংগদুতে বন্য হাতির আক্রমণে কিশোর নিহত
- আপডেট সময় : ০১:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি সংবাদদাতা: রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলীতে বন্য হাতির আক্রমণে মোঃ ফয়সাল (১৫) পিতা-সফিকুল ইসলাম, নিহত হয়েছে।
২০ আগস্ট,( রবিবার) বিকাল আনুমানিক ৫ টায় ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী নতুন ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী জানান ফয়সাল তাদের নিজেদের গরু মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় হাতির আক্রমণের শিকার হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান হাতির আক্রমণে ফয়সাল নামে এক কিশোর নিহত হওয়ায় খবর পেয়েছি। আমাদের টিম সেখানে গিয়েছে। বিস্তারিত জানার পরে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য যে লংগদু উপজেলার ভাসান্যাদম,বগাচতর, এবং গুলশাখালী ইউনিয়নে প্রায় বন্য হাতির আক্রমণে আহত, নিহত ও ঘর-বাড়ি,ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।