সাহস থাকলে দেশে আসেনা কেন তারেকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাহস থাকলে দেশে আসেনা কেন?
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন’। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়।
এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য প্রধানমন্ত্রী বিএনপি ও তারেক জিয়াকে দায়ী করেন এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন যে আগামী ১০০ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আমাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তো দুরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবেন না।
তিনি বলেন, তারা পরিকল্পনা করে আমাকে ও আমার দলের নেতাদের হত্যা করতে চেয়েছিল। হত্যার উদ্দেশে কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল’।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসেবে তারেক জিয়াকে চিহ্নিত করে বলেন, ২১ আগস্টের হত্যাকাণ্ডে খালেদা, তারেক গ্যাং জড়িত। শুধু হত্যাকাণ্ড নয়, আলামতও ধ্বংস করা হয়। ২১ আগস্টের মূলহোতা মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে। সাহস থাকলে দেশে আসেনা কেন?
আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।,