সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষীদের প্রশিক্ষণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া এলাকায় ক্ষুদ্র চা চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আঞ্চলিক উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. একেএম রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হক, উর্ধতন খামার সহকারী জায়েদ ইমাম সিদ্দিকী সবুজ চা পাতা চয়ন, সার ব্যবস্থাপনা ও বালাই দমন বিষয়ে চা চাষীদের ধারণা দেন। প্রশ্নোত্তরের মাধ্য্যমে প্রশিক্ষণে ক্ষুদ্র চা চাষী চা চাষের নানান বিষয় ও কৌশল জানতে পারেন।
দিনব্যাপী প্রশিক্ষণে এলাকার ৭০ জন ক্ষুদ্র চা চাষী অংশ নেয়।