বানারীপাড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
বানাড়ীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের বানারীপাড়ায় পরকীয়া সন্দেহে সৃষ্ট পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে
, উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে ২১ আগষ্ট, সোমবার দুপুরে দুই সন্তানের জননী কারিমা বেগমকে (২৬) কে প্রথমে ঘরের দরজা আটকানোর কাঠের লাট দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ও পরে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে নৃসংস ভাবে হত্যা করে পাষণ্ড স্বামী আব্দুল সালাম হাওলাদার(৪২)। সালাম উপজেলার গাভা গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার লাশ উদ্দ্বার ও পাষন্ড স্বামী আ: সালামকে আটক করে। নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের কালাম হাওলাদারের মেয়ে।
এবিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর( তদন্ত) মমিন উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা
স্থলে গিয়ে অভিযুক্ত সালামকে গ্রেফতার করে এবং কারিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারিমার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, তাদের কাছে সালাম স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে হত্যা করার কথা অকপটে স্বীকার করেছে।