ব্রিকসে শেখ হাসিনা-মোদির বৈঠক চূড়ান্ত হয়নি
- আপডেট সময় : ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনো নিশ্চিত করা হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা বলেন, প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ আফ্রিকায় কোন কোন দ্বিপাক্ষিক বৈঠক করবেন তার কিছুই এখনো চূড়ান্ত হয়নি। হলেই সেটা আপনারা জানতে পারবেন।’
জোহানেসবার্গে তাদের বৈঠক না হলেও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যখন জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত হিসেবে শেখ হাসিনা দিল্লিতে আসবেন তখন দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা বৈঠকের সম্ভাবনা থাকবে।’
উল্লেখ্য আজ (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস জোটের যে শীর্ষ সম্মেলন শুরু হবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ‘ব্রিকসে’ বাংলাদেশ যে নতুন সদস্য হিসেবে যোগ দিতে ইচ্ছুক, সে কথা ইতিমধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।’
তবে ভারতের অবস্থান ঠিক কী, সেটা তারা এখনো খোলাসা করেনি। এমন কী কোন কোন দেশকে তারা সমর্থন করবে সেটাও এখনও কিছু জানায়নি।’