ভালো কাজের জন্য সম্মাননা স্মারক পেলেন (ওসি) শহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৮:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম হত্যা মামলা এবং বিট পুলিশিং জোরদার করনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশ সুপার
জনাব আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) কাছ থেকে বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠানে এ সন্মাননা তুলে দেওয়া হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম ২০২২ সালের ৬ এপ্রিল তাড়াশ থানায় যোগাদান করেন, যোগদানের পর থেকে তিনি এ যাবৎ এ উপজেলায় চুরি, মাদক, বাল্য বিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হত্যা মামলা উদঘাটন করে বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের পরা লেখায় মনোযোগীসহ বিভিন্ন দিক নিদর্শনা উপদেশ দিচ্ছেন।
এ বিষয়ে কোন অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলামঅ জানান, আমি থানায় যোগদানের প্রায় ১৬ মাস হচ্ছে,আসার পর এ উপজেলায় একটি হত্যা মামলা হয়েছে। আমি এর আসল রহস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার উদঘাটন করতে পেরেছি। এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি আগামিতেও দিব ইনশাআল্লাহ।