সন্ত্রাস”জঙ্গিবাদ মাদক ইভটিজিং প্রতিরোধ লক্ষ্যে রামগড়ে বিট পুলিশং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি সংবাদদাতা: মাদক”কে না বলুন” যৌতুক একটি সামাজিক ব্যাধি যৌতুক”কে না বলুন ইভটিজিং বন্ধ করুন “নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি এসব স্লোগান”কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা”র রামগড়ে সন্ত্রাস “মাদক”জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ লক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে ” ২২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার সময় উপজেলা সম্মেলন কক্ষে রামগড় থানার আয়োজনে ও অতিরিক্ত পুলিশ সুপার রামগড় (সার্কেল) মো.নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মিসেস মুক্তা ধর “বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী”উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ” রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল “ওসি (তদন্ত )ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা ” জনপ্রতিনিধি “সুশিল সমাজ ” এনজিও প্রতিনিধি “নারী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট – ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ “রামগড় থানায় কর্মরত পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ” পুলিশ সদস্য বৃন্দ।।