কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক জনের সাত দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের রৌমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে সাদ্দাম হোসেন(৩৭) নামের এক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাদ্দাম রৌমারী উপজেলার যদুর চর ইউনিয়ের বাসিন্দা।
আজ বুধবার সকালে উপজেলার সায়দাবাদ বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান।
স্থানীয় লোকজন জানান,সকালে বাজারে মাংস কিনতে গিয়ে দেখি গরুর মাংসের রং একেবারে হলুদ হয়ে গেছে। এমনকি মাংস থেকে ওষুধের গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাই।”
ইউএনও নাহিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাজারে গিয়ে মাংস ব্যবসায়ী সাদ্দামকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া মাংস উপজেলার ভেটেরিনারি সার্জন এবং সেনেটারি ইন্সপেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংস খাওয়ার উপযুক্ত নয় বলে জানান তারা।
এসময় তার কাছ থেকে জব্দকৃত মাংস মাটিতে পুঁতিয়ে রাখা হয় বলে টিএনও জানান।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত সাদ্দামকে সাত দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে বলে তিনি জানান।