গাজীপুরে কলা ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন আটক ৪
- আপডেট সময় : ০৬:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কাশিমপুরে কলা ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ । হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে । ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই কলা ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩২) কে গ্রেফতারকৃতরা হত্যা করেছে বলে স্বীকারোক্তিমুল জবানবন্ধী দিয়েছে । হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও চাপাতি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন, জিএমপি উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ।
পুলিশ জানায়, গত ২০ আগষ্ট দুপুর সোয়া ১২টার দিকে ফিরোজ মিয়া(৩২) টাঙ্গাইলের সখিপুর এলাকা থেকে কলা ভর্তি করে একটি মাহিন্দ্র পিকআপ চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন । ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় কলা নামিয়ে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শ্রীপুরে ময়লার ভাগারে এসে পিকআপ পরিষ্কার করতে থাকে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতেইয়ের উদ্দেশ্যে চন্দ্রার দিকে রওনা হয় মহসীন মিয়া (২৫) , রবিউল ইসলাম(১৮) , আল-আমীন মিয়া(৩০) ও মেঘলা সোহাগ (২৫) । পথিমধ্যে ফিরোজ মিয়াকে দেখতে পেয়ে তাকে এলোপাথারী মারধর করে হত্যা করে । পরে তাকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় লাশ ফেলে রাখে এবং তার কাছে থাকা ৭ হাজার টাকা ও মাহিন্দ্র পিকআপটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । ২১ আগষ্ট সকালে কাশিমপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় । পরে মামলার তদন্ত শুরু করে । মামলার প্রেক্ষিতে মহসীন ও রবিউল ইসলাম গ্রেফতার করে পুলিশ । তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোহাগ ও আলআমীনকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও চা-পাতি উদ্ধার করা হয়েছে ।
জিএমপি উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।