দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাড়াশের ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার
- আপডেট সময় : ১০:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) রাতে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- তাড়াশ উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান, সহ সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য আসলাম হোসেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
জানা যায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ড জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদেরকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বলেন আদর্শিক চেতনার বাহিরে থেকে যারা রাজনীতি করো তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা তাদের সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠিয়েছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।