এনায়েতপুর ফাজিল মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা)
- আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খ্রি. সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) মনোনীত হয়েছে চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ধর্মীয় ও আধুনিক এ বিদ্যাপীঠ এলাকায় গুনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত।
সম্প্রতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম। এসময় জেলা শীর্ষস্থানীয় কর্মকর্তা ও শিক্ষা দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন।
এদিকে সম্মানা প্রাপ্তিতে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা গভর্ণিংবডির সভাপতি আলহাজ্ব নুরুল হুদা জোয়ার্দ্দার বলেন, তাঁত শিল্প সমৃদ্ধ ও যমুনা নদী অঞ্চলের এ দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে সুনামের স্বাক্ষর রেখে চলেছে। সফলতার ধারাবাহিকতায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে (মাদরাসা) সম্মাননা অর্জন সত্যি গর্বের। এজন্য দক্ষ গভর্ণিংবডির সদস্য মন্ডলী ও পরিশ্রমী শিক্ষক মন্ডলীদের আন্তারিক প্রচেষ্টা ছিল। এজন্য মহান আল্লাহুর শুকরিয়া আদায় করছি।
তিনি আরও জানান, আর্দশ এ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার এক চমৎকার পরিবেশ ও দৃষ্টিনন্দন, চমৎকার অবকাঠামো রয়েছে। আশা করছি ঐতিহ্যের এ শিক্ষা প্রতিষ্ঠান আগামীতে আরও ভাল ফলাফল সহ সকল পর্যায়ে সুনাম অর্জন করবে।