ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে ‘গুড নেইবারস বাংলাদেশ’ বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভন্ড কবিরাজের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান   বিশ্ব শিক্ষক দিবসে নিজ সহকর্মিদের ভালোবাসায় সিক্ত হলেন গুণী শিক্ষক শওকত আলী বদির ক্যাশিয়ার ফারুককে ধরতে গিয়ে হামলার শিকার হলেন র‍্যাব সদস্যরা কাজিপুরের চরাঞ্চলের বিদ্যুতে শুভংকরের ফাঁকি ! চাহিদা ১০ বরাদ্দ মাত্র ২ মেগাওয়াট!  স্বেচ্ছাসেবক দলের নেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ  কাজিপুরে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেপ্তার বেলকুচিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত 

কুড়িগ্রামে উলিপুরে টিসিবি কার্ড নবায়ন ফি ৩০০ টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কু‌ড়িগ্রামের উলিপু‌রে টিসিবির কার্ড নবায়নের নামে চেয়ারম্যান কর্তৃক সুবিধাভোগীদের কাছ থেকে ৩০০টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে নামে সু‌বিধা‌ভোগীর কা‌ছ থে‌কে ৩০০ টাকা ক‌রে নেওয়ার অভি‌যোগ পাওয়া গে‌ছে। এব্যপারে ওই ইউনিয়নের ক‌য়েকজন ভুক্ত‌ভোগী কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লি‌খিত অভি‌যোগ ক‌রে‌ছেন। ঘটনা‌ উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নে। ত‌বে ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমানের দা‌বি―এই টাকা বসতবা‌ড়ির কর (ট‌্যাক্স) নেওয়া হ‌চ্ছে।

জানাগেছে, থেতরাই ইউনিয়‌নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড সু‌বিধা‌ভোগীর সংখ‌্যা ৩৪১২ জন। এসব কার্ড নবায়‌নের জন‌্য গত ২০ আগস্ট এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সু‌বিধা‌ভোগীরা নবায়‌নের জন‌্য প‌রিষ‌দে গেলে তা‌দের কা‌ছ থেকে নবায়ন ফি বাবদ ৩০০ টাকা ক‌রে আদায় করা হয়। অন‌্যথায় নবায়ন করা হ‌বে না ব‌লে জা‌নি‌য়ে চেয়ারম‌্যা‌নের লোকজন হুম‌কিও দেন ব‌লে অভি‌যোগ ওঠে।

নিরুপায় হ‌য়ে সু‌বিধাভোগীরা ৩০০ টাকা ক‌রে দি‌তে বাধ‌্য হন। ত‌বে এ ঘটনার প্রতিকার চে‌য়ে সং‌শ্লিষ্ট দপ্ত‌রে অভি‌যোগ ক‌রেন ভুক্ত‌ভোগীরা।

স‌রেজ‌মি‌নে থেতরাই ইউনিয়ন প‌রিষদে গিয়ে দেখা যায়, প্রত্যেক সু‌বিধা‌ভোগীর কাছ থে‌কে ৩০০ টাকা ক‌রে নেওয়া হ‌চ্ছে। ত‌বে কী কার‌ণে এসব টাকা নেওয়া হ‌চ্ছে তার কিছুই জা‌নেন না সু‌বিধা‌ভোগীরা।

অনলাইনে নবায়নের সার্ভিস চার্জের নামে টি‌সি‌বির কা‌র্ডে শুধু ৬ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য অখিল চন্দ্র রায় স্বাক্ষর ক‌রে টাকা নি‌চ্ছেন। ত‌বে কোনো প্রকার র‌সিদ প্রদান করা হ‌চ্ছে না।

আশরাফুল, মন্জুরুল ইসলাম, আইয়ুব আলী, আক্কাছ আলী, নুরুজ্জামান ফজল উদ্দিন, আজিজুর রহমানসহ ক‌য়েকজন সু‌বিধা‌ভোগী জানান, টি‌সি‌বির কার্ড নবায়‌নের জন‌্য এসে‌ছি; কিন্তু ভোটার আইডির ক‌পি জমা নি‌য়ে কা‌র্ডে একটা স্বাক্ষর দি‌য়ে ৩০০ টাকা নেওয়া হ‌চ্ছে। কী কার‌ণে টাকা নি‌ল সেটা জানি না। কোনো র‌সিদও দি‌চ্ছে না।

এ বিষ‌য়ে আমরা লি‌খিত অভি‌যোগ দি‌য়ে‌ছি।

সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও ভারপ্রাপ্ত ইউএনও (অতিরিক্ত দা‌য়িত্ব) কাজী মাহমুদুর রহমান ব‌লেন, ‘এ বিষয়ে অভিযোগ পে‌য়ে‌ছি। বিষয়টি তদন্ত করা হ‌চ্ছে।’

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে উলিপুরে টিসিবি কার্ড নবায়ন ফি ৩০০ টাকা!

আপডেট সময় : ০৬:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কু‌ড়িগ্রামের উলিপু‌রে টিসিবির কার্ড নবায়নের নামে চেয়ারম্যান কর্তৃক সুবিধাভোগীদের কাছ থেকে ৩০০টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে নামে সু‌বিধা‌ভোগীর কা‌ছ থে‌কে ৩০০ টাকা ক‌রে নেওয়ার অভি‌যোগ পাওয়া গে‌ছে। এব্যপারে ওই ইউনিয়নের ক‌য়েকজন ভুক্ত‌ভোগী কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লি‌খিত অভি‌যোগ ক‌রে‌ছেন। ঘটনা‌ উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নে। ত‌বে ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমানের দা‌বি―এই টাকা বসতবা‌ড়ির কর (ট‌্যাক্স) নেওয়া হ‌চ্ছে।

জানাগেছে, থেতরাই ইউনিয়‌নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড সু‌বিধা‌ভোগীর সংখ‌্যা ৩৪১২ জন। এসব কার্ড নবায়‌নের জন‌্য গত ২০ আগস্ট এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সু‌বিধা‌ভোগীরা নবায়‌নের জন‌্য প‌রিষ‌দে গেলে তা‌দের কা‌ছ থেকে নবায়ন ফি বাবদ ৩০০ টাকা ক‌রে আদায় করা হয়। অন‌্যথায় নবায়ন করা হ‌বে না ব‌লে জা‌নি‌য়ে চেয়ারম‌্যা‌নের লোকজন হুম‌কিও দেন ব‌লে অভি‌যোগ ওঠে।

নিরুপায় হ‌য়ে সু‌বিধাভোগীরা ৩০০ টাকা ক‌রে দি‌তে বাধ‌্য হন। ত‌বে এ ঘটনার প্রতিকার চে‌য়ে সং‌শ্লিষ্ট দপ্ত‌রে অভি‌যোগ ক‌রেন ভুক্ত‌ভোগীরা।

স‌রেজ‌মি‌নে থেতরাই ইউনিয়ন প‌রিষদে গিয়ে দেখা যায়, প্রত্যেক সু‌বিধা‌ভোগীর কাছ থে‌কে ৩০০ টাকা ক‌রে নেওয়া হ‌চ্ছে। ত‌বে কী কার‌ণে এসব টাকা নেওয়া হ‌চ্ছে তার কিছুই জা‌নেন না সু‌বিধা‌ভোগীরা।

অনলাইনে নবায়নের সার্ভিস চার্জের নামে টি‌সি‌বির কা‌র্ডে শুধু ৬ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য অখিল চন্দ্র রায় স্বাক্ষর ক‌রে টাকা নি‌চ্ছেন। ত‌বে কোনো প্রকার র‌সিদ প্রদান করা হ‌চ্ছে না।

আশরাফুল, মন্জুরুল ইসলাম, আইয়ুব আলী, আক্কাছ আলী, নুরুজ্জামান ফজল উদ্দিন, আজিজুর রহমানসহ ক‌য়েকজন সু‌বিধা‌ভোগী জানান, টি‌সি‌বির কার্ড নবায়‌নের জন‌্য এসে‌ছি; কিন্তু ভোটার আইডির ক‌পি জমা নি‌য়ে কা‌র্ডে একটা স্বাক্ষর দি‌য়ে ৩০০ টাকা নেওয়া হ‌চ্ছে। কী কার‌ণে টাকা নি‌ল সেটা জানি না। কোনো র‌সিদও দি‌চ্ছে না।

এ বিষ‌য়ে আমরা লি‌খিত অভি‌যোগ দি‌য়ে‌ছি।

সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও ভারপ্রাপ্ত ইউএনও (অতিরিক্ত দা‌য়িত্ব) কাজী মাহমুদুর রহমান ব‌লেন, ‘এ বিষয়ে অভিযোগ পে‌য়ে‌ছি। বিষয়টি তদন্ত করা হ‌চ্ছে।’

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’