কোনাবাড়িতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৯:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
গাজীপুর সংবাদদাতা: গাজীপুর মেট্রোপলিটনে কোনাবাড়ী থানার পুলিশ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে । বুধবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুরের কোতোয়ালি থানার শোভারামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে
সাইফুল ইসলাম (৩২), একই জেলার ভাঙা থানার কররা গ্রামের বাবু মাতবর এর ছেলে বেলায়েত মাতব্বর (৩১) এবং নেত্রকোনা জেলার আটপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মনির মিয়ার ছেলে অনিক মিয়া (২৪)।
জিএমপি কোনাবাড়ী থানার সহকারী উপ- পরিদর্শক (এ এস আই) রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।