কসোভোর শ্রমবাজারে বাংলাদেশীদের অবস্থান
- আপডেট সময় : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
জার্মান সংবাদদাতা: যুদ্ধের ঢামাঢোল থেমে গেলে ইউরোপ , আমেরিকার হাত ধরে দেশটি ইউরোপের আদলে ঢেলে সাজাতে চেষ্টা করছে সরকার । দক্ষিন পূর্ব ভলকানের এই পাহাড়ী জনপদ কসোভো, যার মোট জনসংখ্যার ৯৫% মুসলিম । রাজধানী প্রিস্টিনা ঘিরেই বেশী উন্নয়ন হচ্ছে ।দেশটির নারী প্রেসিডেন্ট ড. ওভাসি ওসমানী দেশটিকে ইউরোপীয় ইউনিয়ন করার জন্য চেষ্টা করছেন ।
ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির পর সেপ্টম্বর/ অক্টোবরে ইউরোপের অন্য দেশগুলোতে কসোভো নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারবে ও কাজ করতে পারবে, এমন আইন পাশ হবে বলে আশা করা হচ্ছে। এটা হলে উঠতি যুবশক্তি কসোভো ছাড়বে ৮০%। যাবে উন্নত ইউরোপে । তখন কসোভোর প্রচুর অভিবাসী শ্রমিক দরকার পড়বে ।
বাংলাদেশ যেহেতু শ্রমিক রপ্তানীকারক দেশ তাই বাংলাদেশ এই সুযোগটি নিতে পারে। বাংলাদেশ সরকার কসোভো সরকার চুক্তি করে শ্রমিক পাঠাতে পারে । এতে দুইদেশই লাভবান হবে। বাংলাদেশ পাবে রেমিটেন্স , কসোভো পাবে শ্রমশক্তি।
তবে এখনও বেসরকারিভাবে শ্রমিক আসছে , কিন্তু কেউ মনে হয় কসোভো থাকছেন না। কসোভোকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ থেকে বৈধপথে আসা শ্রমিকরা , চলে যাচ্ছে অন্য কোথাও।
আমি প্রায় দুই সপ্তাহ ধরে খুঁজে এখানে কোন বাংলাদেশীকে পাইনি । তাই কোন মালিকরা বাংলাদেশ থেকে শ্রমিক আনতে চায় না , কেউ থাকে না বলে । তবে আমি প্রাকটিকাললি কোন বাংলাদেশীকে খুঁজে না পেলেও প্রিস্টিনা শহরের সব ফটোকপির দোকান এবং নোটারী পাবলিক উকিলরা খুব ভাল চেনেন । কারন তারা কোন বাংলাদেশীকে স্বশরীরে না দেখলেও তাদের কাগজপত্র ফটোকপি ও সত্যায়িত করার কারনে তারা বাংলাদেশকে চেনে । আমি এক সপ্তাহে অন্তত এক ডজন ফটোকপির দোকান ও নোটারী পাবলিক উকিলের খবর নিয়েছি, সবাই কাগজপত্রে বাংলাদেশীদের চেনে । বাংলাদেশীরা কসোভোতে থাকেন না। তার কারন খুঁজতে গিয়ে জানা গেছে তারা দেশ থেকে আসার আগেই টার্গেট থাকে বা শ্রমিক রপ্তানীকারক প্রতিষ্ঠানের সাথে চুক্তি থাকে যে,তারা ইউরোপে চলে যাবে। অন্য একটি বড কারন বেতন কাঠামো কম । যেমন বেশীর ভাগ শ্রমিকদের বেতন মাসে ত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা । কসোভোর শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা ও দুপুরের খাবার এবং চিকিৎসা বীমা মালিকদের করতে হয় । কিন্তু অনেক শ্রমিক রপ্তানীকারক প্রতিষ্ঠান মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শ্রমিক পাঠায় । তবে এই খবরের পিছনের খবর খুঁজতে গিয়ে যা অভিজ্ঞতা থেকে বলবো, যারা এখানে আসবেন , ভাল করে জেনেশুনে আসবেন এবং আসার পর এখানেই থাকুন। বেতন একটু কম হলেও আধুনিক মুসলিম পরিবেশে ভালই থাকবেন বৈধভাবে।