বনানীতে ট্রাক- কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাক চালক নিহত
- আপডেট সময় : ০৯:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে ট্রাক- কাভার্ডভ্যান সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন।পুলিশ বলছে, নিহতের নাম মো. শাহজাহান (৩৬)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের পুত্র,বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে,পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আজ ভোর ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ডিএমপির বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজাজ মিয়া জানান, বনানী থামার নৌ সদর দফতরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় ওই রড বুঝাই ট্রাক।
এতে ট্রাক চালক শাহজাহান গুরুতর আহত হন,পরে পুলিশ সদস্যরা মুমুর্ষ অবস্থায় ওই ট্রাক চালককে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ শুক্রবার সকাল ৬ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, গতকাল বৃহস্পতিবার ভোর রাতের দিকে টঙ্গীর কারখানা থেকে ট্রাকে রড বোঝাই করে ঢাকায় হাজারীবাগ যাচ্ছিলেন,পথে বনানী থানা এলাকায় পৌছালে এ দুর্ঘটনা ঘটে, ঘটনার পরপরই দু’টি গাড়ি জব্দ করেছে পুলিশ, তবে, কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচচু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের আত্নীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।