রায়পুরায় পশ্চিমাঞ্চলের ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে জাতীয় শোক সভা ও উঠান বৈঠক
- আপডেট সময় : ০৪:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

রায়পুরা (নরসিংদী) সংবরদাতা: নরসিংদীর রায়পুরা উপজেলার পশ্চিমাঞ্চলের চরসুবুদ্ধি ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে জাতীয় শোক সভা ও উঠান বৈঠক করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫(রায়পুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাবেক অন্যতম সদস্য এডঃএবিএম রিয়াজুল কবির কাওছার।
আজ শুক্রবার (২৫ আগষ্ট) উপজেলার পশ্চিমাঞ্চলের চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ইতলা বাজার মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সরকার সভাপতিত্বে জাতীয় শোক সভা ও উঠান বৈঠক করেন। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্য হয়ে আবারও নৌকায় ভোট দিন এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শোকাহত আগষ্ট মাসের গভীর সমবেদনা শ্রদ্ধাঞ্জলি জানান।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এড:এবিএম রিয়াজুল কবির কাওছার বক্তব্যে বলেন,যদি আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেন এবং আমি জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, আমি নরসিংদী-৫(রায়পুরা) আসনের দূর্গম চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়ন থেকে মুছাপুর ইউনিয়নের গৌরীপুর পর্যন্ত সর্বপ্রথমে মেঘনা নদীর বেঁধ নির্মাণ করব। দ্বিতীয় পর্যায়ে আমি আরও কাজ কবর নরসিংদী-৫(রায়পুরা)আসনটিকে তিনটি উপজেলায় বিভক্ত করে দিব।ইনশাল্লাহ
এ সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ভুঁইয়া,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম করিম,উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃহান্নান সরকার, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি হারুন-উর রশিদ,আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, নরসিংদী জেলা শহর আওয়ামীলীগ সাবেক সদস্য মশিউর আলম কনক,মাহবুব আলম,নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ এনায়েত উল্লাহ ভুইয়া,নরসিংদী জেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন ভুঁইয়া,চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি বাদল মোল্লা, হাইরমারা ইউপির সদস্য সাইফুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আঃবাতেন,জাহানারা বেগম মেম্বার,আঃওহাব মাষ্টার,ইদ্রিস মেম্বার,আরজু মেম্বার,সুলতান মিয়া,জাকির মেম্বার, আহমেদ হোসেন সরকার,রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমুকুল সরকার, প্রচার সম্পাদক মোঃনাছির উদ্দিন,সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক পদ প্রার্থী আসলাম রাজন,ছাত্রনেতা রাজীবসহ সকল ইউনিয়নের তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীবৃন্দসহ উপস্থিত ছিলেন। বক্তব্যে সকল নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য থাকার আহবান জানান।











