শাহজাদপুরে মহিলা আ.লীগের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যানির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানারা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাথী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুল আলম, নাসির উদ্দিন, ইলীমগীর মাসুদ জেম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্রি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহির, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পি আরা খাতুন, কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, যুব মহিলা লীগের আহ্বায়ক সিলভী পারভীন মিঠু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট এর হত্যাকাণ্ড সংগঠিত না হলে এই দেশ অনেক আগেই সোনার বাংলায় রূপ নিতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আর অর্থনৈতিক মুক্তি দিয়েছেন তারই কন্যা শেখ হাসিনা।